ফেসবুক আবিস্কার হওয়ার পর থেকে আমরা বিনামুল্যে ব্যবহার করে আসছি । আবার অনেক গ্রুপ এও আমরা ফ্রী তে জয়েন করতে পারতাম ।যেমন কমেডি,খেলাধুলা,রান্নাবান্না এ ধরনের নানা ধরনের গ্রুপ এই আমরা ফ্রী তে জয়েন করতে পারতাম আবার কমেন্ট ও করতে পারতাম।
কিন্তু ফেসবুক এখন বিনামুল্যের দিন শেষ । এখন থেকে ফেসবুক এ কমেন্ট সহ বিভিন্ন ধরনের বিশেষ কন্টেন্ট দেখতে ডলার বা টাকা কাটবে ফেসবুক । পরীক্ষামূলক ভাবে এ ধরনের সেবা চালু করেছে ফেসবুক । ফুটবল থেকে কমেডি,পড়াশোনা থেকে রান্নাবান্না এ ধরনের গ্রুপ এ বিশেষ কন্টেন্ট দেখতে,কমেন্ট করতে এবং জয়েন করতে টাকার প্রয়োজন হবে।
আপাতত সব ধরনের গ্রুপ এ ধরনের সেবা চালু হচ্ছেনা বলে জানিয়েছে ফেসবুক । এই নতুন নিয়মে গ্রুপ এর এডমিনরা চাইলে প্রতি মাসে ২ হাজার টাকা বা তার বেশি চাওয়ার সুযোগ পাবে । এ ক্ষেত্রে কেউ টাকা দিলে তারপর ওই ধরনের সেবা দেখতে পাবে গ্রুপ এর সদস্যরা ।
কিন্তু ফেসবুক এখন বিনামুল্যের দিন শেষ । এখন থেকে ফেসবুক এ কমেন্ট সহ বিভিন্ন ধরনের বিশেষ কন্টেন্ট দেখতে ডলার বা টাকা কাটবে ফেসবুক । পরীক্ষামূলক ভাবে এ ধরনের সেবা চালু করেছে ফেসবুক । ফুটবল থেকে কমেডি,পড়াশোনা থেকে রান্নাবান্না এ ধরনের গ্রুপ এ বিশেষ কন্টেন্ট দেখতে,কমেন্ট করতে এবং জয়েন করতে টাকার প্রয়োজন হবে।
আপাতত সব ধরনের গ্রুপ এ ধরনের সেবা চালু হচ্ছেনা বলে জানিয়েছে ফেসবুক । এই নতুন নিয়মে গ্রুপ এর এডমিনরা চাইলে প্রতি মাসে ২ হাজার টাকা বা তার বেশি চাওয়ার সুযোগ পাবে । এ ক্ষেত্রে কেউ টাকা দিলে তারপর ওই ধরনের সেবা দেখতে পাবে গ্রুপ এর সদস্যরা ।
বিনামুল্যে ফেসবুক ব্যাবহারের দিন শেষ |
0 Comments