ইন্টারনেট এর দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম গুগল প্লাস । ২০১১ সালে চালু হওয়া এই সামাজিক যোগাযোগ এর মাধ্যম টি গত মঙ্গলবার ০৯/০৪/২০১৯ তারিখ এ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
গুগল এর দুই সহ প্রতিষ্ঠাতা ব্রিন ও ল্যারি পেজ এবং বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের গুগল প্লাস অ্যাকাউন্ট মুছে ফেলার মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।এর পরপরই গুগল প্লাস এর বাবহারকারি দের ও ব্যবহার বন্ধ হয়ে যায়। সরিয়ে নেয়া হয় এর সব সেবাও। শুধু গুগল এর ব্যাসায়িক প্রিমিয়াম সেবা জি সুইটস এর জন্য এখনও চালু রয়েছে মাধ্যমটি। গত বছরে এটি বন্ধের ঘোষণা দেয় গুগল।
ফেসবুক এর মত জনপ্রিয়তা ছিল গুগল প্লুাস এর। তবে এর নক্সা ও ব্যবহার একে বারে সাদাসিধে । গুগল এর জি মেইল ব্যবহার করলে এটি ব্যবহার করা যেত।তবে গুগল এর অন্যান্য সেবা যতটা অপ্রতিদ্বন্দ্বী গুগল লুস ততটাই দুর্বল। এখানে বাক্তিগত তথ্য গোপনিয়তা রক্ষা করতে ব্যথ হওয়ার অভিযোগ উঠেছিলো তবে তা স্বীকার করেছে গুগল । যার ফলে ৫ লাখ বাবহারকারির তথ্যবেহাত হয়েযায়। যার কারনে এর জনপ্রিয়তা কমে যায়।
প্রায় ২০০ কোটি গুগল প্লাস গ্রাহক এর মাত্র ৪০ কোটি মাসিক সক্রিয় বাবহারকারি ছিল।তার গড়ে অবস্থান ছিল ৪ মিনিট। যার কারনে বন্ধ করে দেয়া হয় গুগল প্লাস নামক এই সামাজিক মাধ্যমটি।
0 Comments