প্রযুক্তির জয়গান চলছে পৃথিবীজুড়েই। জীবন সহজ করতে প্রতিদিনই বাজারে আসছে নিত্য নতুন প্রযুক্তির পণ্য। সেই ধারাবাহিকতায় এবার ঘরের ফ্যান জায়গা দখল করতে যাচ্ছে 'স্মার্ট ফ্যান'।
এই ফ্যান মোবাইল ফোনে ডাউনলোড করা বিশেষ অ্যাপ দিএয়া নিয়ন্ত্রণ করা যাবে। এটি ঘরের তাপমাত্ত্রা বুঝে প্রয়োজন অনুযায়ী গতিতে ঘুরবে।
নতুন এ ফ্যান ইতিমধ্যে ভারতের বাজারে এনেছে দেশটির স্মার্ট প্রোডাক্ট প্রতিষ্ঠান " Ottomate International"। প্রতিষ্ঠানটির 'Lava" ব্রান্ডের স্মারতফোনের মধ্যে রয়েছে একটি কোয়ালকম চিপ যা আগের অ্যাপ এর সাথে সংযোগ স্থাপন করতে পারে আবার ঘরের তাপমাত্রা বুঝতে পারে। অন্যান্য ফ্যানের মতো ৫টি ধাপে নয় নিজের খুশী মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে।
Ottomate smart app থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে।আপাতত android device এ এই অ্যাপ ডাউনলোড করা যাবে। 'অটো মোডে' ছাড়াও Ottomate স্মার্ট ফ্যান এ রয়েছে 'ব্রিজ মোড' আর 'টার্বো মোডে' মিলবে আরামদায়ক বাতাস আর 'টার্বো মোডে' এর সবচেয়ে বেশি গতিতে ঘুরবে এই Ottomate ফ্যান।
1 Comments
good post bro
ReplyDelete