স্পেনের বার্সেললোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে এনে চমক দিএয়াছে চায়না প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।মেট এক্স নামের ওই ফোন টিতে ফাইভ জি সমন্বয়ই, এয়াই এর মত বিষয় যুক্ত হয়েছে।এ ফোনের জন্য বেশ কিছু বিভাগে এবার পুরস্কার পেয়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ে কতৃপক্ষ জানিয়েছে মেট এক্স মোট ৩১ টি পুরস্কার জিতেছে।এর মধ্যে একটি হল জিএসএমএ এওয়ার্ড ।এর বাইরে বেস্ট নিউ কানেক্টেড মোবাইল ডিভাইস বিভাগেও পুরস্কার জিতেছে ফোনটি।
এই ফোনে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ,৫৫ ওয়াট হুয়াওয়ে সুপের চার্জার , ৭ ন্যানো মিটার মাল্টি মুড মডেম চিপ্সেট বলং ৫০০০, মেকানিক্যাল হিঙ ব্যবহার করা হয়েছে। ভাঁজ করার সময় ফোনটির আকার হয় ৬.৬ ইঞ্ছি আর খুললে ৮ ইঞ্চি হয়ে যায়।
প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেন্ডস হুয়াওয়ের মেট এক্স কে বেস্ট এমাযিং টেকনোলজি হিসেবে পুরস্কত করেন এ ছারাও আরোও অনেক পুরস্কার পেয়েছে হুয়াওয়ে এর নতুন ফোনটি।
0 Comments