মাসিক সক্রিয়তার হিসেবে বর্তমানে প্রায় ১৮৬ কোটি বা তার বেশী মানুষ ফেসবুক ব্যাবহার করে। যার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এর সংখ্যা কম ভবিষ্যতেও কম হবেনা।
কিন্তু আগামী ৫ দশকের মধ্যে জীবিত মানুষের চেয়ে ফেসবুকে মৃত মানুষের অ্যাকাউন্ট বেশী থাকবে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য । গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশ পেয়েছে "বিগ ডেটা অ্যান্ড সোসাইটি" সাময়িকীতে ।
গবেষকরা তাদের পূর্বাভাসে বলেছেন ২১০০ সালের আগে ১৪০ কোটি ফেসবুক ব্যাবহারকারি মারা যেতে পারেন। এ পরিস্থিতিতে থাকছে ২০৭০ সালের মধ্যে ফেসবুক এ জীবিত ব্যাবহার কারীর চেয়ে মৃত মানুষের অ্যাকাউন্ট হবে বেশী ।
গবেষক কার্ল ওমান বলেন ফেসবুক এর এ পরিসংখ্যান নতুন ও জটিল প্রশ্নের সৃষ্টি করেছে । এসব তথ্য অধিকার কার কাছে থাকবে? পরিবার ও বন্ধুদের সর্বোচ্চ স্বার্থ ঠিক রেখে কিভাবে ব্যাবস্থাপনা করা হবে এবং ভবিষ্যতের ইতিহাসবিদেরা অতিতকে জানতে কিভাবে এর ব্যাবহার করবে সে প্রশ্ন উঠেছে।
কার্ল বলেন আমরা যেহেতু সবাই চলে যাব তাই আমাদের রেখে যাওয়া তথ্য কি প্রভাব ফেলবে এবং তার ব্যাবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠবে । বিশাল এ ডেটাসেট বৈশ্বিক ডিজিটাল ঐতিহ্য হয়ে দাঁড়াবে ।
0 Comments