বর্তমানে ফেসবুক এর ওপর থেকে আস্থা হারাচ্ছ মানুষ ।বিশেষ করে তরুনদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর ওপর। এ নিয়ে টানা দুইবছর তরুনদের ফেসবুক ত্যাগ করার প্রবণতা দেখা গেছে। আমেরিকাতে তরুনদের ফেসবুক ত্যাগ করা নিয়ে এর সমীক্ষায় গোপনীয়তা এর কারন বিষয়টিউঠে এসেছে।
আমেরিকাতে এক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসাচ এ সমিক্ষা চালায় । এ গবেষণা করা হয় আমেরিকার দেড়হাজার সামাজিক যোগাযোগের সাইট বাবহারকারিকে নিএয়া।
সমীক্ষায় দেখা গেছে ২০১৭ সালে আমেরিকাতে ১২ বছরের অধিক বয়সের জনসংখার ৬৭ শতাংশ ফেসবুক বাবহার করত, যা ২০১৮ সালে নেমে এসে ৬২ শতাংশতে।
এবং বর্তমানে তা ৬১ শতাংশএ নেমে এসেছে।
ফেসবুক বাবহারকারির হার সবচেয়ে বেশি কমেছে ১২ থেকে ৩৪ বছর বয়সের মানুসের মধ্যে।
বর্তমানে মানুষ ফেসবুক ছেড়ে স্নাপচ্য্যট এর মতো অ্যাপ্লিকেশান এর দিকে।
গত দুই বছরে গোপনীয়তা বিষয় নিএয়া সবচেয়ে বেশী ধাক্কা খেয়েছে ফেসবুক। এসময়ে প্রায় ১ কোটি ৭০ লখ ফেসবুক বাবহারকারি তাদের ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিএয়াছেন।
তবে ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerbarg বলেছে,তিনি গোপনীয়তাকেন্দ্রিক নেটওয়ার্ক তৈরী করতেচান।তার বিশ্বাস নিরাপদ বাক্তিগত বার্তা আদান প্রদান করার সেবা উন্মুক্ত হবে।তবে ফেসবুক এর হাতে মেসেঞ্জার ও whatsapp এর মত instant মেসেজিং আছে তবে এতে বার্তা এনক্রিপ্টকরার সুবিধা জুক্টকরলে বিজ্ঞাপন দেখিএয়া টাকা আয়ের সুযোগ কমবে।
এনক্রিপ্ট বার্তা আদান প্রদান বিষয়টি বাবসায় এর জন্য নতুন টুল আনা হবে বলে জানিয়েছে ফেসবুক।
Mark Zuckerbarg বলেছেন,'আমি মনে করি মানুষ জাতে বাক্তিগতভাবে কথাবার্তা বলতে পারে এবং মুক্ত কথাবার্তা চালাতে পারে সে লক্ষে আমাদের কাজ করা উচিত।পপৃথিবীকে যদি আমরা সে দিকে আনতে পারি তবে একটা পার্থক্য গড়ে দেয়া যাবে।
Mark Zuckerbarg যতই প্রতিশ্রুতি দেন না কেন, তরুন দের আস্থা সহজে ফিরবে কিনা তা সময় এ বলে দিবে।
0 Comments